০৭ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
দৌলতখান প্রতিদিন ঃ
ভোলার দৌলতখানে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ-উপলক্ষে দৌলতখান উপজেলা প্রশাসন দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত র্যালিতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরি, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের প্রভাষক আসমা আকতার, হালিমা খাতুন মহিলা কলেজর প্রভাষক গিয়াসউদ্দিন, হাজীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ অলিউল্লাহ, জয়নাল আবদিন ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা শহিদুল্লাহ নয়ন প্রমুখ।
দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা : দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবসে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রভাষক রিয়াজ সাহেদের সঞ্চালনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আসমা আকতার, নুরুজ্জামান সোহাগ, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার হালদার, পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, জয়নাল আবদিন ল্যাবরেটরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান প্রমূখ। অনুষ্ঠানে কলেজের ৩ জন গুণী শিক্ষককে শিক্ষায় বিশেষ অবদানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গুণী শিক্ষকরা হচ্ছেন প্রভাষক ফৌজিয়া আকতার, প্রভাষক গোলাম মাওলা ও প্রভাষক সঞ্জয় কুমার জোতদার