২১ নভেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান (মাহাবুব সিকদার) উপজেলার ঐতিহ্যবাহী বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের এডহক কমিটির বিদোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ্ শিক্ষানুরাগী মোঃ মাহবুবুল হাসানকে (মাহাবুব সিকদার) বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের ই-মেইলে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
একই চিঠিতে কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের কনিষ্ঠ পুত্র
বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফকে ঐতিহ্যবাহী এ কলেজের গভর্নিংবডির সভাপতি মনোনীত করা হয়। এদিকে বানারীপাড়া উপজেলার শিক্ষা সচেতনমহলসহ সর্বস্তরের মানুষ এডহক কমিটির সভাপতি ও বিদোৎসাহী সদস্যকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।