০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
হারুনসহ তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দর্শনায় কেরুজ টেন্ডার বাক্স ভাঙচুরের মামলা,আসামী ২০/২৫ জন কালকিনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১০০০ পিচ শাড়ি ও লুঙ্গি বিতরণ। ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে হ্যারিকেন মিল্টন দুর্গাপূজা হলো সাম্যের প্রতীক ও মৈত্রীর প্রতীক- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাবেক পরিকল্পনামন্ত্রী অসুস্থ এম. এ মান্নান সিলেট ওসমানী হাসপাতালে দর্শনায় আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যাংকের ৪৮ বছর পূর্তি অনুষ্ঠান সুন্দরবনের উপকূলীয় মোরেলগঞ্জে ব্রিজের অভাবে চরম দুর্ভোগে ১০ গ্রামের হাজার হাজার মানুষ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : ঝালকাঠিতে যুবদল সভাপতি মুন্না

ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : ঝালকাঠিতে যুবদল সভাপতি মুন্না

ঝালকাঠি প্রতিনিধি :যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি। আর এই গাছে পানি ঢেলে পরিচর্যা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল বিধায় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি শনিবার বিকেলে ঝালকাঠিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের ব্র্যাকমোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
যুবদল সভাপতি মুন্না বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি ছিলেন তবুও তিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সঙ্গে কোন আপষ করেনি। তারেক রহমান বিদেশে থাকলেও অবৈধ সরকারের সঙ্গে আপষ করেনি। তাদের একটাই চিন্তা ছিল, এ দেশের মানুষের ব্যালটের অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ মনে রাখতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে শহীদের সংখ্যা এখন ১৪২৩ জন। এর মধ্যে বিএনপির প্রায় ৪৬০ জনের মতো শহীদ হয়েছে। তাই ছাত্র-জনতার এই অভুত্থ্যানে বিএনপির ভূমিকা স্বীকার করতে হবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেসব পুলিশ বৈষম্যবিরোধী আন্দোনে নির্বিচারে গুলি করেছে, তাদের বিচার করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বিগত দিনে যেসব স্বৈরাচার ক্ষমতা দখল করেছিল, তাঁরা কিন্তু কেউ দেশ ছেড়ে পালায়নি, শেখ হাসিনার নিষ্ঠুরতা ও নির্যাতনে দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই দেশের মাটিতে তাঁর আর জায়গা হবে না।
ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি তসলিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম রিয়াদ ও মো. বায়েজিদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক রবিউল হাসান তুহিন, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019