২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরুজ চিনিকলের আখ চাষির জমির জন্য এসটিপি বেড উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কেরু এ্যান্ড কোম্পানির
মিলস গেট পূর্ব সাবজোনের ১৩ নং ইউনিট এর শৈলমারী গ্রামের বিশিষ্ট আখ চাষি মো.আবদুল মজিদ মোল্লার ১একর জমির জন্য এসটিপি বেড উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন মিলের নবনিযুক্ত ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক( কার খানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া মহোদয় এবং ডিজিএম (সম্প্রঃ) কৃষিবিদ মোঃ মাহবুবুর রহমান , সাবজোন প্রধান মাফুজুল আলম রতন ও সিডিএ মোঃ গোলাম মোস্তফা বাবু।পরে আখরোপনের কর্মসূচি অনুযায়ী জিএম(কৃষি)ও ডিজিএম (সম্প্র.) মিলসগেট পশ্চিম সাবজোনের ৩৬ ও ২৫ নং ইউনিটের চাষির প্লটে এসটিপি বেডে চারা রোপনে অংশগ্রহণ করেন।