মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরুজ চিনিকলের আখ চাষির জমির জন্য এসটিপি বেড উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কেরু এ্যান্ড কোম্পানির
মিলস গেট পূর্ব সাবজোনের ১৩ নং ইউনিট এর শৈলমারী গ্রামের বিশিষ্ট আখ চাষি মো.আবদুল মজিদ মোল্লার ১একর জমির জন্য এসটিপি বেড উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন মিলের নবনিযুক্ত ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক( কার খানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া মহোদয় এবং ডিজিএম (সম্প্রঃ) কৃষিবিদ মোঃ মাহবুবুর রহমান , সাবজোন প্রধান মাফুজুল আলম রতন ও সিডিএ মোঃ গোলাম মোস্তফা বাবু।পরে আখরোপনের কর্মসূচি অনুযায়ী জিএম(কৃষি)ও ডিজিএম (সম্প্র.) মিলসগেট পশ্চিম সাবজোনের ৩৬ ও ২৫ নং ইউনিটের চাষির প্লটে এসটিপি বেডে চারা রোপনে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.