২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শনিবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী ব্রীজ সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার জুলফিকার আলি ভুট্টো ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর দুই শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে জুলফিকার আলি ভূটো কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সুলতান হোসেনের নেতৃত্ব একটি শিক্ষক প্রতিনিধি দল নিহত ছাত্রদের বাড়িতে যায় এবং শোকাহত পরিবারকে শান্তনা দেয়।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন জুলফিকার আলি ভূট্টো ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ ইমন হাওলাদার ও মারুফ হোসেন হাওলাদার। নিহত দু’জনের বাড়ি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামে।
উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লেবুখালী ব্রীজে ঘুরতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন তারা।তাঁদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন মোল্লার হাট ডিগ্রি কলেজ এর শিক্ষক বৃদ্ধ।