২১ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মোসাঃ খাদিজা বেগম (৪২) উজিরপুর থানার নয়াবাড়ি এলাকার মোঃ আজিজ তালুকদার এর স্ত্রী।
এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এয়ারপোর্ট মোড় সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের ঢাকা বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট মোর সংলগ্ন এলাকায় শাতলা গামী সাদি সামি পরিবহন (বরিশাল-ব-১১- ০১০০) এর সাথে বরিশাল গামী ফরহাদ পরিবহন (ঢাকা -জ-১১-০১২৪) বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শাতলাগামী ফরহাদ পরিবহন এর যাত্রী মোসাঃ খাদিজা বেগম(৪২) নামে একজন যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং প্রায় ২০ জন যাত্রী আহত হয়।
পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পরে উভয় গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
খবর শুনে এয়ারপোর্ট থানা ও ফায়ার সার্ভিসের মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনা কবলিত গাড়ি এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়।