২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
এশিয়া মহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর হীরক জয়ন্তী উৎসব বর্নাঢ্য আয়োজনে পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দলের সাংগঠনিক সিদ্ধান্তের একক প্রার্থীর পরাজয়ের কারণ হিসেবে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে দলকে আগের মতো অ-সাম্প্রদায়িক দল হিসেবে সু-সংগঠিত করতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯ জুন বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগামী ২৩জুন দলের ৭৫তম জন্মদিনে “হীরক জয়ন্তী”র বর্নাঢ্য আয়োজনে বিস্তারিত কর্মসূচি গ্রহন করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,মোঃ গোলাম মোস্তফা সরদার, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ। সভায় গত ৯জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলের সাংগঠনিক সিদ্ধান্তের আনারস প্রতীকের একক প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতের সামান্য ভোটের ব্যাবধানে পরাজয়ের কারন হিসেবে দলের কিছু নেতা-কর্মীরা দলের সাংগঠনিক নীতি ও আদর্শ ভুলে উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে আতাত করে ধর্মীয় অনুভুতির সুরসুরি দিয়ে প্রতিপক্ষ রাজনৈকিক দলের পরোক্ষ সমর্থনকে সাপোর্ট দিয়ে “পঞ্চ ন” তত্বর (পাঁচ জন ব্যক্তির প্রথম আদ্যাক্ষর ‘ন’ এমন ব্যক্তিরা) সেই ঘৃণ্য ধর্মীয় অসহিষ্ণু উগ্রতাকে দায়ি করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত উপজেলা নির্বাচনে দলের উপজেলা সভাপতি সুনীল কুমার বাড়ৈর দলীয় প্রার্থীর সাথে থেকে নেতিবাচক কাজের ভুমিকা নিয়ে কথা বলে বিষয়টি দলের সর্বোচ্চ ফোরামে উত্থাপন করবেন বলেও জানান।তিনি আরও বলেন- সাংগঠনিক লোক না হয়েও অলংকার হিসেবে যারা এতদিন দলে ছিলেন তাদের অতীত এবং পরবর্তী রাজনৈতিক কর্মকান্ড নিয়েও দলের নীতি নির্ধারনী ফোরামে আলোচনা করা হবে বলে জানান। ওই সভায় নির্বাচনে সাম্প্রদায়িত সম্প্রীতি বিনষ্টকারীরা দলের একমাত্র অভিবাবকের বিরুদ্ধে অপপ্রচার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে দলকে আগের মতো অ-সাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে সু-সংগঠিত করতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহসভাপতি আব্দুস সাত্তার মোল্লা, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মলিনা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সাইদুল সরদার, সাগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদ তালুকদার, শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইকসহ সকল ইউনিয়নের সভাপতি, সস্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।