২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উঠান বৈঠক ও গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা বিনতে ওহাব।
তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে ও সন্ধায় বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের মধ্য গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ও কিসমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উঠান বৈঠক সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শাহরিয়ার আহমেদ শিল্পী, স্থানীয় সমাজসেবক মোঃ শামসুল হক, মোসাঃ হাওয়া বেগম প্রমূখ।
এছাড়াও উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।