২১ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মালেক, জসিম-হেপি ভাইস চেয়ারম্যান

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মালেক, জসিম-হেপি ভাইস চেয়ারম্যান

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে নীরব ভোট বিপ্লব ঘটালেন চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবদুল মালেক। তিনি বরিশাল জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

বিভাগীয় শহরের কেন্দ্রবিন্দু সদর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে বরিশাল অঞ্চলের মানুষের উৎসাহ বরাবরাই অন্যরকম। এবারের নির্বাচনে রাজনীতি ও গণমাধ্যমে তুমুল আলোচনায় থাকা প্রার্থীদের অবাক করে দিয়ে একজন ‘অনালোচিত’ প্রার্থীর বিজয় নিয়ে মানুষের মাঝে উৎসুক মনোভাব তৈরি হয়েছে।

বুধবার (৮ মে) অনুষ্ঠিত প্রথম দফা ‘একতরফা’ নির্বাচনে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন পাঁচজন। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। এ দিকে, ভোটের আগে রাজনীতি ও ভোটারদের মাঝে যখন আলোচনার ঝড়-সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম কাকে সমর্থন দিচ্ছেন, সিটি মেয়র খোকন সেরনিয়াবাত কাউন্সিলরদের মাধ্যমে কী করছেন, কিংবা হাসানাত পরিবারের দৃষ্টি কোন দিকে? চায়ের দোকানের এমন সব মুখরোচক আলোচনা স্থান করে দিয়ে বিজয়ী হলেন এমন একজন ব্যক্তি, যিনি ছিলেন আলোচনার সর্বশেষ নম্বরের প্রার্থী। এটিকে এক ধরনের চমক হিসেবে দেখছেন বরিশালের গর্ব।

চর বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান বলেন, ‘তিনি যখন প্রধান শিক্ষক ছিলেন, আমি তার সহকারী শিক্ষক হিসেবে ১০ বছর একত্রে চাকরি করেছি, তাকে খুব কাছ থেকে দেখেছি, তিনি ১০০ ভাগ সৎ মানুষ, তার সততায় কোনো ঘাটতি নেই। মো: আবদুল মালেক স্যার বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ছিলেন। বরিশাল সদর উপজেলার শিক্ষকদের কাছে তিনি অতি পরিচিত ও জনপ্রিয় মুখ। এই শিক্ষকরা নিভৃতে তার জন্যে কাজ করেছেন।

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ সাঈদ মেমন বলেন, ‘আমি সরাসরি স্যারের ছাত্র ছিলাম, তিনি জনপ্রিয় একজন ইংরেজি শিক্ষক ছিলেন। ৩০ বছরের শিক্ষকতা জীবনে তিনি যে সুনাম ও মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন তার ফলাফল নির্বাচনে পেয়েছেন।’

তিনি আরো বলেন, বরিশালের বহুল আলোচিত সমাজসেবক সালাহউদ্দিন রিপনের আপন চাচা এবং এস.আর সমাজকল্যাণ সংস্থার যাবতীয় মানবিক কাজের ফ্রন্টলাইনে ছিলেন আবদুল মালেক স্যার। এই সংস্থার ফ্রি উপবৃত্তি, ফরম ফিলাপ, দুস্থদের মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবাসহ নানা রকম উপকারভোগী মানুষগুলো তাদের কৃতজ্ঞতার প্রতিদান নিভৃতে ব্যালটের মাধ্যমে দিয়েছেন।’

শিক্ষক নেতা মো: আবদুল মালেকের বিজয়ের নেপথ্য নায়ক মনে করা হয় তার আপন ভাতিজা ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী সমাজসেবক সালাহউদ্দিন রিপনকে। তিনি বলেন, ‘বিগত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদরের মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি, এবার সুযোগ পেয়ে তারা নিরব ভোট বিপ্লবের মাধ্যমে আমার চাচাকে বিজয়ী করেছেন।’

নবনির্বাচিত বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মালেক বলেন, ‘এ বিজয় বরিশাল সদর উপজেলার জনগণের, আমি অতীতেও তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ।’ বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নির্বাচিত আব্দুল মালেক পেয়েছেন ১৯ হাজার ৭০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন পেয়েছেন ১৭ হাজার ৩১৪ ভোট।

এছাড়া তৃতীয় অবস্থানে থাকা যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, বিএম কলেজ ছাত্রসংসদের সাবেক সাহিত্য সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান মধু পেয়েছেন ১১ হাজার ১৭০ ভোট এবং বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি পেয়েছেন সাত হাজার ৮৬৮ ভোট।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জসিমউদ্দিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মাহিদুর রহমান। এ পদের অপর দুই প্রার্থী হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট হালিমা বেগম হেপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাস প্রতীকের নেহার বেগম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019