২১ নভেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ক্ষতিকর বিভিন্ন যানবাহনে এলইডি লাইট অপসরণের কাজ শুরু করেছে ট্রাফিক বিভাগ। সোমবার রাত সাতটার দিকে, ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে সার্জেন্ট হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল অটো রিক্সা , রিক্সা ও মাহেন্দ্র সহ ১৫/২০টি যানবাহনের সামনের এলইডি লাইট অপসারণ করা হয়।
এ বিষয়ে সার্জেন্ট হাসান বলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের নির্দেশে বিভিন্ন যানবাহন থেকে ক্ষতিকর এলইডি লাইট অপসারণের অভিযান চলছে।
তিনি আরো বলেন একদিনে সব অপসারণ করা সম্ভব নয় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অটো শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি কে আমরা জানিয়ে দিয়েছি অটোরিকশা থেকে এলইডি লাইট অপসারণ করার জন্য।
উল্লেখ্য এর আগে দৈনিক দুরযাত্রা পত্রিকায় এলইডি লাইটের ক্ষতিকর বিষয় নিয়ে নিউজ করা হয়েছিল।
সাধারণ মানুষ এলইডি লাইট অপসনের জন্য ট্রাফিক পুলিশকে কে স্বাগত জানিয়েছে।
মোটরসাইকেল চালক কালাম হোসেন বলেন এলইডি লাইটের জন্য রাতের বেলা বাইক চালাতে খুব সমস্যা হয়। লাইটের আলো চোখে পড়লে সামনের কিছু দেখা যায় না বেশিরভাগ দুর্ঘটনার কারণ হচ্ছে রাতের বেলা এলইডি লাইট।