২১ নভেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায়
কর্মক্ষেত্রে কর্তব্য নিষ্ঠা,সততা, দূরদর্শিতা ও দক্ষতার স্বাক্ষর রাখায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনুল ইসলাম বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন। রোববার (২১ এপ্রিল) বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম তার কার্যালয়ে জেলার মাসিক অপরাধ পর্যালোচনামূলক সভায় ওসি মাইনুল ইসলামের হাতে বিশেষ সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এসময় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিশেষ সম্মাননা পুরস্কার অর্জণ করায় বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলামকে প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###