২১ নভেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।
সালেক গাজীর করা ঘটনা বর্ণনার মতে,
মোঃ ছালেক গাজী (৩৬) পেশায় একজন ভ্যান চালক তিনি গত ০৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ ভোর ০৪.৩০ ঘটিকার সময় দরজার কাঠের ফ্রেমসহ ভ্যান নিয়ে মংলা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে।
পথিমধ্যে গত ০৩/০৪/২০২৪ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়ক ওয়েব জুট মিলের সামনে পাঁকা রাস্তার উপর আসা মাত্র মোটরসাইকেল যোগে ০৩ জন লোক ছালেক গাজীকে রাস্তার পাশে দাঁড়াতে বলে।
তারা ছালেক গাজীকে বলে যে আমরা পুলিশের লোক তোর কাছে চোরাই ভ্যান আছে তোকে আমরা থানায় নিয়ে যাবো। তখন মোটরসাইকেল যোগে আসা ০৩ জন লোক একজন লোকের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে ছালেক গাজীর কাঠের ফ্রেম বোঝাই ভ্যান চালিয়ে বরইতলা ঘাটের দিকে চলে যায়।
অন্য ০২জন লোক ছালেক গাজীকে তাদের মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে রওয়ানা করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর ছালেক গাজী বুঝতে পারে তারা পুলিশ নয়, তখন সে ডাক চিৎকার দিতে শুরু করে।
উক্ত ভুক্তভোগী সালেক গাজী চিৎকার শুনে এলাকার নামাজ পড়তে আসা মুসল্লিগণ জড়ো হয়ে যায়, এবং ভয়ে উক্ত আসামী ২জন ঘটনা স্থানে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।উপস্থিত এলাকাবাসীর তৎক্ষণাৎ আড়ংঘাটা থানা পুলিশকে এ ব্যাপারে সংবাদ জানায়, সংবাদ পার কিছুক্ষণের মধ্যে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থানে উপস্থিত হয়। এবং এর কিছুক্ষণ পরে আমাদের নিজস্ব প্রতিবেদক এ ব্যাপারে জানতে পেরে ঘটনাস্থানে উপস্থিত হয়, আমাদের নিজস্ব প্রতিবেদক ঘটনা স্থানে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী মামুনের সঙ্গে কথা বলে জানতে পারে যে,
ঘটনার দিন সকাল সাড়ে পাঁচ ঘটিকায় ভুক্তভোগী সালেক গাজীর চিৎকার শুনে আমরা এলাকা বাসীর ঘটনাস্থানের জড়ো হই এবং আড়ংঘাটা থানা পুলিশকে সংবাদ জানাই।সংবাদ পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থানে এসে পৌঁছায় । এলাকাবাসী এবং ভুক্তভোগী দেওয়ার তথ্য মতে আড়ংঘাটা থানা পুলিশ আসামি সনাক্তকরণ এর চেষ্টা করে। পরবর্তী ভুক্তভোগী সালেক গাজীকে নিয়ে আড়ংঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার একপর্যায়ে আড়ংঘাটা থানা পুলিশ আসামি সনাক্তকরণে সমর্থ হয়।
আড়ংঘাটা থানা পুলিশের চিরুনি তল্লাশি অভিযানে একপর্যায়ে মোটরসাইকেলে পুলিশ পরিচয় ব্যবহার কারী ২ পলাতক আসামি,ওই দিন বেলা ৩ টা ৪০ মিনিটে মোটরসাইকেল থেকে পলাতক ২ আসামি গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামিরা হল
১) মোঃ রাজিব হোসেন(২৯), পিতা-মৃতঃ সুলতান সরদার, সাং-যোগীপোল ০৭নং ওয়ার্ড, থানা-খানজাহান আলী এবং
২) মোঃ গোলাম রসুল গাজী(৩৮), পিতা-মৃতঃ জালাল গাজী, সাং-বাদুরগাছা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পুলিশি হেফাজতে পুলিশ পরিচয় দিয়ে নিয়ে যাওয়া ব্যাটারি চালিত ভ্যানটি সহ তাতে থাকে ছয়টি কাঠের দরজার ফ্রেমের জিজ্ঞাসা করলে,,
আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী বড়ই তলা ঘাটে মালামাল উদ্ধারের জন্য আরেকটি অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সেখান থেকে চুরি যাওয়া ভ্যান ও ছয়টি কাঠের দরজার ফ্রেম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামি গন তাদের দোষ স্বীকার করেছে।
আরংঘাটা থানা পুলিশ ০৬ টি দরজার কাঠের ফ্রেমসহ ও চুরির কাজে ব্যবহৃত ০১ টি HERO HUNK মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়ংঘাটা থানার মামলা নং-০২, তাং-০৩/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-১৭০/৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।
আসামিদেরকে আরো জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ড চাওয়া হবে এবং বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য তাদেরকে আজ ৫-৪-২০২৪ ইং তারিখ বেলা ১২ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি আদালতে আসামিদেরকে উপস্থিত করা হবে।