২৮ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ন, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
৫ দিন সফর শেষে বাগদাদে ফিরে গেলেন নাকিবুল আশরাফ হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:)

৫ দিন সফর শেষে বাগদাদে ফিরে গেলেন নাকিবুল আশরাফ হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:)

রাহাদ সুমন,

বিশেষ প্রতিনিধি

ইরাকের বাগদাদ থেকে আগত আওকাফে কাদেরীয়ার মোতাওয়াল্লী নাকিবুল আশরাফ হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:) ৫ দিন বাংলাদেশে কর্মব্যস্ত সময় কাটিয়ে ফিরে গেলেন বাগদাদ শরীফ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে বিদায় জানান ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদান শীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হকসহ আনজুমানে কাদেরিয়া বাংলাদেশের সদস্যবৃন্দ।

হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:) তাঁকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো এবং বিভিন্ন অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মেদিনীপুর দরবার শরীফের হুজুর পাক সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিদায় পর্বে তিনি মেদিনীপুর দরবার শরীফের হুজুর পাককে বড়পীর সাহেবের নামপাক লিখিত একটি উত্তরীয় পড়িয়ে দেন এবং কিছু তোবারকসহ বাগদাদ শরীফের গিলাপ পাক প্রদান করেন।

প্রসঙ্গত, ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদান শীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এবং বাংলাদেশ আনজুমানে কাদেরিয়ার বিশেষ আমন্ত্রণে বাগদাদ শরীফের মোতাওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুুল কাদের মনসুর আল গিলানী (রা:) ৫ দিনের সফরে বাংলাদেশে আসেন।

বাংলাদেশের অবস্থান কালে তিনি ১ মার্চ ঢাকার কল্যাণপুরে খানকাপাকে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন, ২ মার্চ রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় অবস্থিত মাদ্রাসাতু- সাবি-ইল-হাসান পরিদর্শন করেন এবং সেখানে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। ৩ মার্চ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং রাতে ঢাকা শেরাটন হোটেলে হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী (মা: জি: আ:) এর আয়োজনে নৈশ ভোজে যোগ দেন। অতঃপর তিনি ৫ মার্চ রাতে ইরাকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019