২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলাদেশ প্রেস ক্লাব তেতুলিয়া উপজেলা শাখার দ্বি-বাষির্ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ আল আমিন, মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, ইন্সপেক্টর (তদন্ত) আরমান আলী।
বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ বাসেত এর সভাপতিত্বে দ্বিবার্ষিক সভার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ক্লাব পঞ্চগড় জেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিউল্লাহ রিপন। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সিনিয়র সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, জার্নালিস্ট ক্লাবে সাধারণ সম্পাদক এসকে দোয়েল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাংবাদিক মোবারক হোসেন।
শেষে পঞ্চগড় জেলা মাই টিভির প্রতিনিধি আবু তাহের আনসারী সভাপতি এবং ডেইলি বাংলাদেশ পোস্টের পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুল বাসেতকে সাধারণ সম্পাদক ও এসটিভি উপজেলা প্রতিনিধি আহসান হাবিবকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।