২১ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি
১) মোঃ আল-আমিন তালুকদার(২২), পিতা-মোঃ আঃ খালেক তালুকদার, সাং-পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা;
২) মোঃ রাজু হাওলাদার(২৫), পিতা-মৃত: টিটু হাওলাদার, সাং-পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা;
৩) মোঃ সিরাজুল ইসলাম ইবাদত(৩০), পিতা-মৃত: কাজী মোখলেছুর রহমান, সাং-মধ্যডাঙ্গা, থানা-দৌলতপুর;
৪) মোঃ তারিকুল ইসলাম শেখ(৩৭), পিতা-মোঃ আবু সাঈদ শেখ, সাং-কুলাবাড়িয়া চরকান্দিপাড়া, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল;
৫) রবিউল ইসলাম(৩২), পিতা-মৃত: গোলাম, সাং-নতুন বাজার, থানা-খুলনা;
৬) জাহাঙ্গীর গাজী(২৮), পিতা-মোঃ দাউদ গাজী, সাং-বালিয়াডাঙ্গা, থানা-বটিয়াঘাটা, এ/পি সাং-ছোট বান্দা, থানা-লবণচরা;
৭) আলামিন হোসেন রহিম(২৬), পিতা-মৃত: রওশন গাজী, সাং-সবুজ সংঘ মাঠের পূর্বপাশে, থানা-দৌলতপুর;
৮) আল-আমিন(৩০), পিতা-মিজানুর রহমান, সাং-মহাদেবপুর, থানা-কেশবপুর, জেলা-যশোর এবং
৯) শেখ ওহিদুল ইসলাম(৪০), পিতা-মৃত: আব্দুল হাকিম, সাং-পার কুকরালী, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাদের’কে খুলনা।
মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪০ বোতল ফেন্সিডিল এবং ৯৯৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।