২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি পূর্ব চাদঁকাঠি বাজারে মঙ্গলবার ২৩শে জানুয়ারি দুপুর ১২ টার দিকে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পন্যের মূল্য সঠিক ভাবে বিক্রি করছে কিনা তা তদারকি করেন ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনউদ্দিন। এ সময় বিভিন্ন মুদি দোকান কাঁচাবাজার মাংসের বাজারে তদারকি করেন। কাঁচা বাজারে দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় তাদেরকে সতর্ক করেন এবং লিখিত মুখলেচা নেন । দ্রব্যমূল্যের মূল্য তালিকা টানাবার জন্য। গরুর মাংস বেশি দামে বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে ভান্ডারী মাংসের দোকানে দশ হাজার টাকা এবং দুলাল স্টোর এর মালিক কে ৮ হাজার টাকা দুই দোকানে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের গাড়ি দেখে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিনউদ্দিন ব্যবসায়ীদের সতর্ক করে বলেন পন্য সঠিক দামে বিক্রি করতে হবে। যে সকল ব্যবসায়ীরা জনগণকে জিম্মি করে পণ্যের দাম বেশি নিবে তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ জনগণ ভ্রাম্যমান আদালতের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন এরকমের অভিযান প্রতিদিন ঝালকাঠিতে হওয়া উচিত। ব্যবসায়ীরা জনগণকে জিম্মি করে বেশি দামে পণ্য বিক্রি করে।
বাজারে আসা রুস্তম আলী বলেন ভ্রাম্যমান আদালতের গাড়ি দেখে ২শত টাকার বয়লার মুরগি ১৮০ টাকা হয়েছে। সকাল থেকে মূল্য তালিকায় লেখা ছিল বয়লার মুরগি ২শত টাকা ভ্রাম্যমান আদালতের গাড়ি দেখে তালিকা থেকে ২০০ টাকা পরিবর্তে ১৮০ টাকা লেখা হয়েছে। এরকমের অভিযান অব্যাহত থাকুক।
আবার অনেক ক্রেতা বলছেন ঝালকাঠি বড় বাজারের চেয়ে চাঁদকাঠি বাজারে প্রতিটা পণ্যের মূল্য কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।