২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে নগরের বিভিন্ন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান। তিনি জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, নগরীতে বেশকিছু হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে এমন ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে আটজন নারী ও ছয় জন পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।