২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে এক কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ৮টায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহার ইয়াসমিন ও আকবর হোসেন জীবননগর থানায় সোন্দাহ গ্রামে মাদক বিরোধী অভিযান চালান।এসময় ওই গ্রামের রেজাউল হকের ছেলে আসাদুল(৪০)র নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪শ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পরে উদ্ধারকৃত কেজি গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।