২১ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ সহস্রাধিক জনতা সাথে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের এমপি বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।
২৯ নভেম্বর বুধবার সকালে পিতা-মাতার কবর জিয়ারতের মধ্যে দিয়ে সকাল ১১ টায় তিনি নেতাকর্মী নিয়ে উপজেলার দলীয় কার্যালয়ে হাজির হন। পরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে ১২১-বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছে মনোনয়ন পত্র জনাদান করেন।
এসময় আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর সাথে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই গোলাম আউলিয়া বাদল, রাজনৈতিক সচিব মুকিতুর রহমান কিসলু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ব্যক্তিগত সহকারী ফাইজুল হক সুমন, জাপা নেতা মামুন খলিফাসহ জাতীয়পার্টির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন পত্র জমাদান শেষে উপজেলা চত্তরে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এক আনন্দ র্যালী বের করেন। এ র্যালীতে ভিন্ন মাত্রা যোগায় র্যালীতে থাকা ব্যান্ডপার্টি ও মিউজিক সিস্টেম। আনন্দ র্যালীটি উপজেলা চত্তর প্রদক্ষিন করেন অডিটোরিয়ামের সাথে এসে শেষ হয়।