২১ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
বরিশাল-৩( বাবুগঞ্জ-মুলাদী) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তাঁর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাবুগঞ্জ উপজেলা ওর্য়ার্কাস পার্টির সাধারন সম্পাদক মোঃ শাহিন হোসেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হারুন অর রশিদ।
এ বিষয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর পক্ষে ১২১-বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন জানান, বুধবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা শাকিলা রহমান এর কাছ থেকে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র দাখিন করার কথা তিনি জানান।