২১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
গাইবান্ধার ৫ টি সংসদীয় আসনে ৫২ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন ৫ জন। রোববার বিকালে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় তার ঘোষনা থেকে প্রাপ্ত তথ্যে গাইবান্ধার ৫ টি আসনের আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা তারা হচ্ছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরুজা বারি, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) জাতীয় সংসদের হুইপ ও বর্তমান সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) কৃষকলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বর্তমান সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।