২১ নভেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
কেন্দ্রীয় নেতারা কে কোথায় প্রার্থী হতে চান

কেন্দ্রীয় নেতারা কে কোথায় প্রার্থী হতে চান

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহে বর্তমান সংসদ সদস্যসহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে যেমন হিড়িক পড়েছে, বাদ যাচ্ছেন না কেন্দ্রীয় নেতারাও। ক্ষমতাসীন দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের নেতারাও নিজ নিজ আসনে মনোনয়ন ফরম কিনেছেন। এখন অপেক্ষা দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের।

জানা গেছে, দলীয় প্রধান শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা নোয়াখালী-৫ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন। ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১০ জন ছাড়া ৭১ জনই নির্বাচনে অংশ নিতে কোনো না কোনো আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসন থেকে কেন্দ্রীয় কমিটির মনোনয়নপত্র কিনেছেন অনেকেই। মাদারীপুর-২ থেকে সর্বোচ্চ তিনজন, মাদারীপুর-৩, চাঁদপুর-৩, ঢাকা-৭, টাঙ্গাইল-১ ও শরীয়তপুর-১ থেকে দুজন করে মনোয়নয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া, দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন চট্টগ্রাম-১, বেগম মতিয়া চৌধুরী শেরপুর-২, শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২, কাজী জাফর উল্লাহ ফরিদপুর-৪, আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১, ফারুক খান গোপালগঞ্জ-১, শাজাহান খান মাদারীপুর-২, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর-২, কামরুল ইসলাম ঢাকা-২, মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭, জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩, আব্দুর রহমান ফরিদপুর-১ ও সিমিন হোসেন রিমি গাজীপুর-৪।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য এবং সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম-৭, মাহবুবউল-আলম হানিফ কুষ্টিয়া-৩, আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি নিজে মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র কিনেছেন ও ডা. দীপু মনি চাঁদপুর-৩।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বরিশাল-৪, আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু ঢাকা-৬ ও ৭, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী লক্ষ্মীপুর-৪, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ চাঁদপুর-১, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চট্টগ্রাম-১৫, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কক্সবাজার-২, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ঢাকা-৮, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর কুমিল্লা-১, মহিলা সম্পাদক জাহানারা বেগম ঢাকা-১১, মুক্তিযুদ্ধ সম্পাদক মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ-৩, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা টাঙ্গাইল-১, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নেত্রকোনা-৩, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা জয়পুরহাট-১।

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নেত্রকোনা-৫, বি এম মোজাম্মেল হক শরীয়তপুর-১, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২, এস এম কামাল হোসেন খুলনা-৩, মির্জা আজম জামালপুর-৩, আফজাল হোসেন পটুয়াখালী-১, শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-২ ও সুজিত রায় নন্দী চাঁদপুর-৩ ও উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম শরীয়তপুর-৩।

কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল-১, বিপুল ঘোষ ফরিদপুর-৩, দীপঙ্কর তালুকদার রাঙামাটির একমাত্র আসন থেকে, আমিরুল আলম মিলন বাগেরহাট-৪, মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জ-১, মেরিনা জাহানা কবিতা সিরাজগঞ্জ-৬, পারভীন জামান কল্পনা ঝিনাইদহ-১, সফুরা বেগম রুমি লালমনিরহাট-৩, মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৭, তারানা হালিম টাঙ্গাইল-৬, সানজিদা খানম ঢাকা-৪, হোসনে আরা লুৎফা ডালিয়া রংপুর-৩, আনোয়ার হোসেন মাদারীপুর-৩, আনিসুর রহমান বরিশাল-২, সাহাবুদ্দিন ফরাজি মাদারীপুর-২, ইকবাল হোসেন অপু শরীয়তপুর-১, গোলাম রাব্বানী চিনু ঝালকাঠি-২, মারুফা আক্তার পপি জামালপুর-৫, রেমন্ড আরেং নেত্রকোনা-১, গ্লোরিয়া সরকার ঝর্ণা খুলনা-১, মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা-৬ ও ৮, আজিজুস সামাদ আজাদ ডন সুনামগঞ্জ-৩, সাখাওয়াত হোসেন শফিক বগুড়া-৬ ও নির্মল কুমার চ্যাটার্জি।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জেবুন্নেছা হক, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান ও তারিক সুজাত মনোনয়নপত্র তোলেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019