২১ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে ইলেকশন কমিশন । তফসিল ঘোষনার খবরে নৌকায় ভোট চেয়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যা সারে ৭টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিছিল করা হয়।
মিছিলটি বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় । সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্না সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু, উপজেলা কৃষক লীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জুয়েল মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফাইজুল হক ,যুগ্না আহ্বায়ক মুরাদ হোসেন, যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত সোহেল প্রমূখ। পরে স্থানীয় জনগনের মধ্যে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে সন্ধ্যা সাতটায় দ্বাদশ সংসদ নিবাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাবিবুল আউয়াল। পরে তিনি তফসিল ঘোষণা করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের এই তফসিল ঘোষণার পরপরই বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নামেন।
তফসিল ঘোষণার সময় সিইসি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হলে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।