২১ নভেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জেলা প্রতিনিধি, ঝালকাঠি:: নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব ও ফখরুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, বুধবার বিকেলে রাজধানীর মালিবাগ স্কাই সিটি হোটেল লাউঞ্জে এক সংবাদ সম্মেলন এ দুই নেতা দলের চলমান আন্দোলনে দ্বিমত পোষণ করে নির্বাচনের অংশ নিতে বিএনপিকে আহ্বান জানান। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্ব) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। এদিকে ফকরুলকে বহিষ্কার এর সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপি নেতৃবৃন্দ।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো.শাহাদাত হোসেন বলেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বেইমানরা তাদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য হীনচরিত্র এখন প্রকাশ করছে। বিগত বছর গুলোতে দলীয় কর্মসূচি বা আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত ছিল। দলের মধ্যে থেকে প্রকারান্তে দলের ক্ষতি করেছে। তাহার বহিস্কারে দলের ক্ষতি হবে না বরং দলের শৃঙ্খলা ঠিক থাকবে।’