২১ নভেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর উন্নয়নের ধারা অব্যহত রয়েছে বাবুগঞ্জ-মুলাদীতে। এর ধারাবাহিকতায় শনিবার সকালে ও বিকেলে উপজেলায় বেশ কয়েকটি উন্নয়ন মূলক কাজের উদ্ধোধন করেন তিনি।
তিনি এলজিইডির বাস্তবায়নে গুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ মজিদ খান সড়ক, রহমতপুর খানপাড়া থেকে নমোরহাট পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্ধোধন করেন সাংসদ গোলাম কিবরিয়া টিপু। এছাড়াও দক্ষিণাঞ্চালের আয়রণ ব্রিজ পুনঃনির্মাণ প্রকল্পের আওতায় রহমতপুর খানপুরা সড়কের ৮০০ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জাপা নেতা মোঃ দেলোয়ার বেপারী, ইউপি সদস্য মোঃ মোবাশ্বের হাওলাদার, জেলানী সাযোয়াল, হামিদুর রহমান, ইউপি সদস্য আবদুস সালাম, মোঃ মাসুদ পারভেজ, যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মাইনুল সরদার, রহমতপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি সুমন হোসেন শাওন, মাহেদুল ইসলাম মুন্না, খালেদ হোসেন শান্ত, জিহাদ, কাইয়ুম, তামিম, রাজিব, সোহেল,শুভ, রাকিব হোসেনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।