২১ নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শান্ত ইসলাম, শুক্রবার // বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম ভূতেরদিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের সঙ্ঘবদ্ধ ভাবে মৃত মুজাহার আলী (মেম্বার)’র ছেলে আনোয়ার হোসেন (৫২), তার স্ত্রী মিনারা বেগম (৪০), ছোট ভাইর স্ত্রী রিনা আক্তার (৩৫) সহ ভাগিনা স্ত্রী লিমা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সূত্রে জানা যায়, নভেম্বরের ৯ তারিখ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাড়ির পিছনে গাছ কাটার সংবাদ পায় আহত আনোয়ার। ততক্ষণে ঘটনাস্থলে গিয়ে আনোয়ার গাছ কাটতে বারন করলে একই গ্রামের বাসিন্দা শাহআলম শেখ (৫০), সিরাজ শেখ (৩৫), নুরে আলম শেখ (৪৫), মোঃ মেহেদী হাসান শেখ (২৮), মোসা: রুনু আক্তার (৩৮), মো: মোশারেফ (৫০) সহ অজ্ঞাত আরো ২/৩ জন গাছ কাটতে ছিলো এসময় উপস্থিত হয়ে বাঁধাগ্রস্ত করলে হত্যার উদ্দেশ্য সঙ্ঘবদ্ধভাবে এলোপাতাড়ি কুপিয়ে আনোয়ার হোসেনকে কাচিদিয়ে কোপ দিলে কানের লতি আলাদা হয়েযায়। পরে তার মাথায় দা দিয়ে কয়েকটি কোপদিয়ে জখম করে। তাকে বাঁচাতে আসলে তার স্ত্রী মিনারা বেগমের মাথায় ও রামদা দিয়ে কোপাতে থাকে। পরে গুরুতর আহত আনোয়ার হোসেন এবং তার স্ত্রী মিনারা বেগমকে স্থানীয়রা বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মুমুর্ষ আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে ডাক্তারা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করতে বলেন। তার মাথায় সিটিস্কান সহো আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করাতে বলেন।
এ বিষয় বাবুগঞ্জ থানায় একটি এজাহার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোঃ শাহ্ আলম মোল্লা জানান, ৩২৬ ধারা মামলা নেয়া হয়েছে, ৩ নম্বর একজন আসামী নুরে আলম শেখকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।