২১ নভেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বরিশাল -৩ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু এমপি কর্তৃক সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান পরিপন্থী উস্কানি মূলক সাম্প্রদায়িক বক্তব্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মান হানিকর বক্তব্য প্রদান করায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
গতকাল শনিবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
আলোচনা সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় শনিবার সকালে বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য জনাব গোলাম কিবরিয়া টিপু বাবুগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সমবায় দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্বেষ ও উস্কানি মূলক বক্তব্য রাখেন। তিনি স্বাধীন বাংলাদেশের সংবিধান পরিপন্থী উস্কানি মূলক সাম্প্রদায়িক বক্তব্য দেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মান হানিকর বক্তব্য দেন। এক পর্যায়ে সভাস্থলে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সভাস্থল তাগ করেন।
ওই ঘটনার প্রেক্ষিতে শনিবার বিকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে সংসদ সদস্যের বক্তব্যের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিশেষ বর্ধিত সভায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের কার্যনিরীবের কমিটির অন্যতম সদস্য ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল চিশতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভলু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আবু সুফিয়ান, হাসানুর রহমান খান, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, সহ দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, সহ প্রচারে প্রকাশনা সম্পাদক মোঃ শামীম খান, সদস্য মোঃ গোলাম কিবরিয়া, মাঝি মাসুম রেজা সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 