২১ নভেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক কমিটি ও কলেজ শাখা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক কমিটি, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, সরকারি আবুল কালাম কলেজ, আগরপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
এসময় বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফায়জুল হক, যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস অপু, সৈয়দ জহিরুল ইসলাম মুরাদ, মোঃ ওবায়দুল হক জুয়েল, রাজু খন্দকার, নিয়াজ আহমেদ আবির মৃধা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা, সরকারি আবুল কালাম কলেজ ও আগরপুর ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।