২১ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় কাঠের ঘর এলাকায় বুধবার ২৭ শে সেপ্টেম্বর রাতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, কুয়াকাটা ও বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠের ঘর বাজার সংলগ্ন এলাকায়
মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায় ।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আতাউর রহমান জানান, উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠের ঘর বাজারে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত আরোহী বরিশাল সদর দক্ষিণ চরআইচা গ্রামের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (৪৫),তিনি মৃত আসমত আলী মৃধার ছেলে ।তাহার মৃত্যুতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।