ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় কাঠের ঘর এলাকায় বুধবার ২৭ শে সেপ্টেম্বর রাতে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, কুয়াকাটা ও বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠের ঘর বাজার সংলগ্ন এলাকায়
মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায় ।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আতাউর রহমান জানান, উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠের ঘর বাজারে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত আরোহী বরিশাল সদর দক্ষিণ চরআইচা গ্রামের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ রিয়াজুল ইসলাম সবুজ (৪৫),তিনি মৃত আসমত আলী মৃধার ছেলে ।তাহার মৃত্যুতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.