২১ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক ও ঢাকা কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ করে আসছেন।
তারই ধারাবাহিকতায় রবিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মোহনগঞ্জ বাজার, দারোগার হাট বাজার সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরনে। এছাড়াও তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) সংসদীয় আসনের নিজেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বলে জনগণের কাছে দোয়া কামনা করেছেন।
গণসংযোগ কালে যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদার এর সাথে বাবুগঞ্জ-মুলাদী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।