২১ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স : নাটোরের সিংড়ায় মেয়েকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাহিন মণ্ডলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে নিজ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাড়ির পাশে ভাসুরের বাড়িতে মাছ কাটতে যান ভুক্তভোগী শিশুর মা। এসময় বাড়িতে কেউ না থাকায় মেয়েকে ধর্ষণচেষ্টা চালান শাহিন মণ্ডল। পরে মা বিষয়টি জানতে পেরে ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে সিংড়া থানাপুলিশ ঘটনাস্থলে যায়।
এসময় ওই কিশোরীকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয়ে পুলিশকে জানায়। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।