২১ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল নগরীর পলাশপুর থেকে ২৭৫ পিস ইয়াবাসহ মিলন শেখ (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার ভোররাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কালেমা চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মিলন পলাশপুর প্রথম গলির মৃত নূর ইসলাম শেখের ছেলে।পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার ভোররাত পৌণে ৪ টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কালেমা চত্ত্বর এলাকায় অভিাযান চালিয়ে মিলন শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাউনিয়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।