২১ নভেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধানমন্ত্রী কার্যালের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তার তেঁতুলিয়ায় নেতাকর্মী ও নৌকা মার্কা সমর্থকদের নিয়ে কর্মী সমাবেশ ও জনসভার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমানের বাসভবনে ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বশির আলমের সভাপতিত্বে আগামী নির্বাচনী জনসভার প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী দিনের নৌকার কান্ডারী নাইমুজ্জামান মুক্তা।
আগামী ২৮ সেপ্টেম্বর তেঁতুলিয়া উপজেলায় পঞ্চগড়-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নাইমুজ্জামান মুক্তার নির্বাচনী জনসভার প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নায়বুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, ফজলুর রহমান বাবুল, আব্দুস সফিত, আব্দুর রাজ্জাক, হামিদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।