২১ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদন
পটুয়াখালী বাউফল থানার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের ৪ নং ওয়াডের মৃধাবাড়ি ,,আলআমিন (৩০)মৃধা,পিতা সানু মৃধা।
আপন চাচা অবসার প্রাপ্ত সেনা কমকর্তা মোতালেব মৃধার সাথে পারিবারিক ভাবে দন্ধে জরিয়ে পরেন, আজ বিকালে এ দন্ধের জেরধরে আবারও সন্ধা য় মারামারি শুরুর একপর্যায়ে চাচা তার আপন ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যান।
এলাকার লোকজন আলআমিন কে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে আলআমিনের মৃত্যু হয়।
ঘাতক মোতালেব পলাতক।