২১ নভেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটিতে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।
রবিবার (১১জুন) উপজেলার পৌর এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চঘাট সংলগ্ন জলিল ষ্টোর কে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা ও বিজয় উল্লাস চত্বরে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় বলেন, নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নলসিটি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।