২১ নভেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর উপজেলার ২টি হাটে ৫ জন মাংস ক্যবসায়ীর নিকট থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ১ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারি কমিশনার ভুমি (এসিল্যান্ড) মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে ভেজাল বিরোধী ্অভিযান পরিচালনা করে উপজেলার রাণীগঞ্জ হাটে ৩ জনের নিকট থেকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা ও ঘোড়াঘাট হাটে ২ জনের নিকট থেকে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। ্অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রয় ও ওজনে কম দেওয়ার ্অভিযোগে জরিমানা আদায় করা হয়। ্অভিযানকালে উপজেলা প্রাণী সম্পদ ্অফিসার বিপ্লব কুমার দে ও উপজেলা ভেটারেনারী সার্জন মোছাঃ আরিফা পারভিন বর্না সঙ্গে ছিলেন।