২১ নভেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ৫৭বছরের এক বৃদ্ধের পাশবিক নির্যাতনের শিকার হয়েছে ছয় বছরের এক শিশু। আহত ওই শিশুকে উদ্ধার করে বরিশাল ওসিসিতে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অপরাধে অভিযুক্ত ৫৭বছরের আঃ রাজ্জাককে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আঃ রাজ্জাক (৫৭) ঢাকা ডিএমপি (সবুজবাগ জোন) এ ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম ধর্ষিতা শিশুর দাদার দায়ের করা এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বি এম মনির হোসেনকে জানান, উপজেলার উত্তর সীমান্তবর্তী খাঞ্জাপুর ইউনিয়নের মৃত রফিউদ্দিননের ছেলে আঃ রাজ্জাক (৫৭) ছুটিতে বাড়ি আাসে, ছুটিতে এসে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকমী গ্রামে বেড়াতে আসে এর আগেও বেড়াতে আসলে প্রতিবেশী হিসেবে প্রায়ই ভিক্টিম শিশুর বাড়িতে যাওয়া-আসা করত। সেই সুবাদে ১০মে বুধবার সন্ধ্যায় আঃ রাজাক বাদীর নাতিনের সাথে কতাবার্তা বলার এক পর্যায়ে ছয় বছরের শিশু কন্যাকে নিয়ে রাত আটটার দিকে তাকে দোকান থেকে কিছু কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। তবে ওই শিশুকে দোকানে না নিয়ে পার্শ্ববর্তী (রাস্তার দক্ষিণ পাশে) খান বাড়ির ভিটায় নিয়ে শিশুর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে রাত সাড়ে আটটার দিকে ধর্ষক আঃ রাজ্জাক শিশুটিকে শিশুটির বাড়িতে এনে (শিশুটির দাদীর কাছে)বাদীর স্ত্রীর কাছে দিয়ে দ্রুত চলে যায়। আঃ রাজ্জাক যাবার সাথে সাথে ছয় বছরের শিশু তার মা এবং অন্যান্য স্বাক্ষীদের কাছে আসামী তাকে ঘটনাস্থলে নিয়ে প্যান্ট খুলে অনেক ব্যাথা দিয়েছে বলে জানায়। বাড়ির লোকজন শিশুটির প্যান্ট খুলে ধর্ষণ ও বীর্যের আলামত দেখতে পায়। ঘটনার পরপরই অসুস্থ শিশুকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা খারাপ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ধর্ষিতা শিশুটি ওপেন স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম আরো জানান শিশু ধর্ষণের ঘটনায় তার দাদা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করেছে মামলা নং-২। (১১.৫.২৩)। শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত পুলিশ সদস্য আঃ রাজ্জাককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।