২১ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শান্ত ইসলাম ঃ বাবুগঞ্জ উপলেরার কেদারপুর ইউনিয়নের মধ্যে ভুতেরদিয়া গ্রামের হাওলাদার বাড়ি মৃত মোতালেব হাওলাদার এর ছেলে সিদ্দিক হাওলাদার তার আপন চাচা মোঃ সোমেদ হাওলাদার কে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় গুরুতর আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ২১ শে ফেব্রুয়ারী সন্ধা ৬ টার সময় সিদ্দিক হাওলাদার এর স্ত্রীর সাথে সোমেদ হাওলাদার এর পুত্রবধুর সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় সোমেদ হাওলাদার এর স্ত্রী থামানোর জন্য এলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। এসময় সোমেদ হাওলাদার তার স্ত্রী ও পুত্রবধুকে ঘরে নিয়ে আসেন।
কিছুখন পরে সিদ্দিক মাঠ থেকে বাসায় আসলে তার স্ত্রী তাকে ঝগরার বিষয়ে জানালে সিদ্দিক উত্তেজিত হয়ে পরেন। তৎক্ষনাৎ সে তার চাচী ও জাহিদুল বের স্ত্রীর সাথে বাগবিতণ্ডায় লিপ্তহয়। তখন সোমেদ হাওলাদার তাদের থামাতে এলে সিদ্দিক হাওলাদার দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে সাথে সাথে মাথা ফেটে রক্ত বেরহতে থাকে। তৎক্ষনাৎ আসপাসথেকে লোকজন এসে আহত সোমেদ হাওলাদার কে উদ্ধার করে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগীর সাক্ষাৎ গ্রহন করার সময় তিনি সাংবাদিক দের জানান সিদ্দিক আওয়ামী এর একজন নেতা। সে এলাকার কাউকে মানেনা। যা ইচ্চা তাই করেন। কি করে সে আপন চাচীকে স্ত্রী ও পুত্র সহ ধাওযা করেন?কি করে সে আপন চাচার গায়ে আঘাত করেন?
তিনি জানান এর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।