২১ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শান্ত ইসলাম,বিশেষ প্রতিনিধি ঃ
বরিশালের এয়ারপোর্ট থানার রায়পাশা করাপুড় ইউনিয়ন এর শোলনা গ্রামের খানবাড়ি নাসির খানের কন্যা মোসাাঃ তাসমিয়া খান মৌরি ডাকনাম তুলি (১৫) কে গভীর রাতে ঘুমের ঘরে গায়ে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মেয়ের বাবা জানায় তার মেয়ে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থী। গত কাল২৯ এপ্রিলেই রাত পোনে বারোটার দিকে পড়াশুনা শেষ করে পিছনের রুমে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২ঃ৩০ মিনিটের দিকে তার মেয়ে শ্বাস কষ্ট অনুভব করে ঘুম ভেঙে আগুন জ্বলতে দেখে চিৎকার করে ওঠে। এসময় তার বাবা মা তারা তারি করে রুমে এসে প্রচন্ড ধোয়া ও বিছানায় আগুন জ্বলতে দেখতে পান। তৎক্ষনাৎ বাথরুম থেকে ও রান্নাঘর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশে থেকে লোকজন চলে আশে। স্থানীয় মেম্বার আবুল বাশার ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানান। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা স্থল থেকে আগুন লাগানোর কাজে ব্যবহৃত পাইপ, টুহর, গ্যাসলাইট ও পেট্রোল বহন কারি বোতল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার কারন সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন তার মেয়েকে নাইমুর রহমান দূর্যয় নামে একটি ছেলে বিভিন্ন সময় ডিস্টার্ব করতো। তার কারনে বিভিন্ন স্কুল পরিবর্তন করে শেষে শোলনা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়।
কিন্তু তার পরেও গত কাল রাতে এই ঘটনা ঘটিয়েছে। আমার মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করে।
আল্লাহর অশেষ রহমতে প্রানে বেঁচে যায়।
আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার মেয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। দুর্বৃত্তরা যেকোনো সময় আমার মেয়ের উপরে হামলা করতে পারে। তাই প্রশাসনের কাছে নিরাপত্তার কামনা করছি