২১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদরের কাঠালিয়া উপজেলার উত্তর চেচরী গ্রামের মিজানুর রহমানের বাড়িতে শনিবার গভীর রাতে ঝালকাঠি জেলা ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ী আটক করে ডিবি পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী হলো উত্তর চেচরী গ্রামের সোহরাব হোসেন হাওলাদার এর ছেলে মো:মিজানুর রহমান (৩৮) এবং ঝালকাঠির নতুল্লাবাদ এলাকার বীর কাঠি গ্রামের মো :হোসেন আলী হাওলাদারের ছেলে মো : সুমন হাওলাদার (২৯)
ডিবি ওসি মনিরুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে ৮ কেজি গাঁজা সহ আটক করা হয় ।আটকৃত মাদক ব্যবসায় বিরুদ্ধে মাদক আইনে কাঠালিয়া থানায় মামলা দায়ের হয়েছে মামলা নম্বর ১০ । তিনি আরো বলেন ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।