২১ নভেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ গোলাম রাব্বানী ডিমলা লীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ৩নং ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বেসরকারী ফলাফলে নৌকার প্রার্থী এইচএম ফিরোজ নির্বাচিত। ৩নং ডিমলা সদর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) মার্কার প্রার্থী এইচএম ফিরোজ সরকার ৯ হাজার ৬২০ ভোট পেযে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র (চশমা) মার্কার প্রার্থী উৎপল কুমার সিংহ রায় পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট। স্বতন্ত্র (আনারস) মার্কার প্রার্থী আমিনুর রহমান পেয়েছেন ৭৮৪ ভোট, ও স্বতন্ত্র (মোটরসাইকেল) মার্কার প্রার্থী মজিব উদ্দিন পেয়েছেন ৩২৮ভোট। ৩নং ডিমলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩৫৯ এরমধ্যে মহিলা ভোটার ১৮ হাজার ৪৮ জন, ও পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৩১০জন, হিজরা ১ জন। উল্লেখ্য মেয়াদ কাল পুন্যের আগেই গত (১৪ ডিসেম্বর) ২০২১ তারিখে এ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকার ইন্তেকালের কারণে আসনটি শুন্য হলে ১৬ মার্চ এ আসনটিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হলো।