২১ নভেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা করেছে স্ত্রী।
ঝালকাঠি সদরের রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায় আব্দুর রহমান তালুকদারের ছেলে রবিউল আউয়াল তালুকদার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে ছিলেন। শনিবার রাত ১:৩০ মিনিটের সময় ঘুমন্ত স্বামীকে হাত-পা বেঁধে নিজের বসতঘরে স্ত্রী সাফিয়া তালুকদার (৩২) ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
রবিউল আউয়াল পেশায় একজন অটোচালক।
সাফিয়া তালুকদার পুটিয়াখালি এলাকার নজরুল ইসলামের মেয়ে।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।হত্যাকারী স্ত্রী সাফিয়া পুলিশ হেফাজতে রয়েছে।