২১ নভেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি আদি শাহী ৯৯ জর্দা কোম্পানির কারখানা থেকে ৩ হাজার ৯০০পিছ ইয়াবাসহ গৌর নদীর জালাল মাতবরের ছেলে বেলায়েত মাতবর আটক। বুধবার বিকেলে ঝালকাঠি বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়। বরিশালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে রাশের নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আমরা অভিযান পরিচালনা করে ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগের অফিসের একটু উত্তর পাশে আদি শাহী ৯৯ জর্দা কোম্পানির কারখানার ভিতরে অভিযান চালিয়ে বেলায়েতকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা সহ আটক করি।
আটককৃত মাদক ব্যবসায়ের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।