২১ নভেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল নগরী ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠীর ভূইয়া সড়ক এলকায় ১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ আরিফুর রহমান ওরফে রিয়াজ ভূঁইয়া নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়। একটি গোপন তথ্যের ভিত্তিতে নগরীর ২৯ নং ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠীর ভূইয়া সড়ক এলাকায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছিদ্দিকুর রহমান ও একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মোঃ আরিফুর রহমানের ওরফে রিয়াজ ভূঁইয়ার নিজ বাসার ওয়ারড্রবের নিচের তাক থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্টে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তারা।