২১ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে নির্যাতনের মামলায় বরগুনার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রবিউল হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগে বাবুগঞ্জে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন বাবুগঞ্জের ছাত্রদল নেতার খুনিদের গ্রেপ্তার পরবর্তী দৃষ্টান্ত ফাঁসির দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় ৩ তক্ষকসহ গ্রেফতার ১জন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ জোটের চাপ নাকি অভ্যন্তরীণ কোন্দল? বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর ৫০ বছর পূর্তীতে ঝালকাঠি জেলা জাসাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধায় ভারসাম্যহীন নারী গণধর্ষণেন শিকার চার ধর্ষক আটক বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা!
পরামর্শ দিলে গ্রহণ করব তবে মিথ্যাচার করবেন না, পাঠ্যপুস্তকে ত্রুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

পরামর্শ দিলে গ্রহণ করব তবে মিথ্যাচার করবেন না, পাঠ্যপুস্তকে ত্রুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী- সমকাল
সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী- সমকাল

পাঠ্যপুস্তকে কিছু ত্রুটি হয়েছে, সেগুলো সংশোধন করা হচ্ছে, ত্রুটির বিষয়ে যে কেউ পরামর্শ ও তথ্য দিলে তা গ্রহণ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘নতুন বইয়ের যেকোনো ত্রুটি পেলে আমাদের যে কেউ তথ্য দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। আমরা তা গ্রহণ করব এবং ত্রুটি দূর করব। জাতির পিতার ভাষায় বলছি, একজনও যদি ন্যায্য কথা বলেন আমরা তা মেনে নেবো। কিন্তু কোনো মিথ্যাচার গ্রহণ করা হবে না।’

শিক্ষামন্ত্রী সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ এবং ‘ড. এ.কে খান স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘নতুন বইয়ে কিছু ত্রুটি আছে, তা আমাদের নজরে আসার পর সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রুটি সংশোধনে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এটি ইচ্ছাকৃত ত্রুটি কি-না তা তদন্তে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। ইচ্ছাকৃত ত্রুটি হলে আমরা ব্যবস্থা গ্রহন করব। মাধ্যমিকের বই নিয়ে কথা উঠেছে। মাধ্যমিকের দুই শ্রণিতে ২৬টি বই। নতুন এতগুলো বই একসঙ্গে করা কষ্টকর। আমরা করেছি। ভুল ত্রুটি থাকলে তা নজরে আসার সঙ্গে সঙ্গে চিহ্নিত করে সংশোধন করছি। এবার একটা জিনিস ভালো লাগছে সবাই আমাদের নতুন বই পড়ছেন।’

নতুন পাঠ্যবই নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বইতে শিক্ষার্থী তার শিক্ষককে প্রশ্ন করছেন স্যার মানুষ কি বানর থেকে তৈরি? শিক্ষক তার জবাব দিয়েছেন। কিন্তু বইতে কোথাও বলা হয়নি মানুষ বানর থেকে তৈরি। ডারউইন সাহেব নিজেও তো বলেননি মানুষ বানর থেকে তৈরি। অপপ্রচার করা হচ্ছে, বইতে আমরা সমকামিতাকে প্রতিষ্ঠা করছি, পর্দাকে হেয় করছি, হিন্দুত্ববাদ কায়েম করতে ইসলামিক ইতিহাসকে হেয় করছি। এগুলো সবই অপপ্রচার।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। এতে সম্মানিত অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019