২১ নভেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে দুই জনকে জেলেকে ৩ হাজার করে মোট ৬হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ।
উপজেলা মৎস্য দপ্তর মঙ্গলবার বিকেলে সুগন্ধা নদীর সূতালরী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন,উপজেলার কুলকাঠি ইউনিয়নের মৃত কালাম মাঝির ছেলে সোহেল মাঝি(২৫) ও ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামের কামাল আকনের ছেলে মামুন আকন(২৯)।
উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সৈয়দ নজরুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার রোধে বিশেষ কম্বো অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।