২১ নভেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ২১ গ্রাম গাঁজা সহ দুই যুবককে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের মওদুদ এর ছেলে মাহফুজুর ইসলাম ওরফে তানজিল(২৫) ও রাজকর গ্রামের মনিরুজ্জামান এর ছেলে মোঃ কাজী ইমরান (২২)।
তাদের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাবুগঞ্জ থানার এসআই মোঃ খলিলুর রহমান
জানান, আটক দুজনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।