২১ নভেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া এবং ঐচারমাঠ বিলে অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে জব্দকৃত জাল সোমবার দুপুরে উপজেলা চত্বরে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। এসময় আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।